কুমিল্লায় সপ্তাহব্যাপী সেনাবাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী শুরু - Southeast Asia Journal

কুমিল্লায় সপ্তাহব্যাপী সেনাবাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী শুরু

কুমিল্লায় সপ্তাহব্যাপী সেনাবাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী শুরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লা বিমানবন্দরে সপ্তাহব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।

সপ্তাহব্যাপী এ সমরাস্ত্র প্রদর্শনী অনুষ্ঠান রোববার বেলা ১১টার দিকে উদ্বোধন করেন ৩৩ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম। এ সমরাস্ত্র প্রদর্শনী ছয় দিন চলবে।

২৫ ও ২৬ মার্চ দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত এবং ২৭ মার্চ থেকে ৩০ মার্চ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এ সমরাস্ত্র প্রদর্শনী।

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত এ সমরাস্ত্র প্রদর্শনীতে বিভিন্ন অত্যাধুনিক স্টল স্থাপন করা হয়েছে।

স্টলগুলোতে সাঁজোয়া যান, কামানসহ সেনাবাহিনীর বিভিন্ন অত্যাধুনিক সমরাস্ত্র প্রদর্শন করা হয়েছে।

এছাড়াও মুক্তিযুদ্ধের ‘ইতিহাস, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর অবদান, দুর্যোগ ব্যবস্থাপনা ও দেশ গঠনে সেনাবাহিনীর ভূমিকা ও সেনাবাহিনীর নানা ধরনের কার্যক্রম বিষয়ক স্টল রাখা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।