নেত্রকোনায় বিজিবির ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ - Southeast Asia Journal

নেত্রকোনায় বিজিবির ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

নেত্রকোনায় বিজিবির ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

স্বাধীনতা দিবসে নেত্রকোনায় গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে নেত্রকোনা বিজিবি ৩১ ব্যাটালিয়নের পক্ষ থেকে সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুমড়ী এলাকায় এসব ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান প্রধান অতিথি হিসেবে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় দুই শতাধিক এতিম, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসব বিতরণকালে তিনি সাংবাদিকদের জানান, বিজিবি সর্বদাই আর্ত মানবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সারাদেশেই এ কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজয় দিবস ও মাহে রমজান উপলক্ষে বিজিবি সদর দফতরসহ সারাদেশে অসহায়, দুস্থ ও হতদরিদ্রের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি দুই শতাধিক মানুষের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ক্যাপ্টেন আব্দুল আওয়ালসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও জোয়ানরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।