খাগড়াছড়ির রামগড় জোন কম্পিউটার ক্লাব, সেলাই ও হস্তশিল্প প্রশিক্ষণের সনদ বিতরণ - Southeast Asia Journal

খাগড়াছড়ির রামগড় জোন কম্পিউটার ক্লাব, সেলাই ও হস্তশিল্প প্রশিক্ষণের সনদ বিতরণ

খাগড়াছড়ির রামগড় জোন কম্পিউটার ক্লাব, সেলাই ও হস্তশিল্প প্রশিক্ষণের সনদ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত বিজিবির রামগড় জোন কর্তৃক পরিচালিত কম্পিউটার ক্লাব, সেলাই ও হস্তশিল্প প্রশিক্ষণের চলমান ব্যাচের শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ এবং নতুন ব্যাচের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (২৭ মার্চ) সকালে রামগড় জোন কম্পিউটার ক্লাব, সেলাই ও হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্রে সনদ বিতরণ ও নতুন ব্যাচের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ পত্র তুলে দেন রামগড় জোনের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার ও সহকারী পরিচালক রাজু আহমেদ।

খাগড়াছড়ির রামগড় জোন কম্পিউটার ক্লাব, সেলাই ও হস্তশিল্প প্রশিক্ষণের সনদ বিতরণ

এসময় তিনি নতুন ব্যাচের উদ্বোধনও ঘোষণা করেন।

রামগড় জোনের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার ও সহকারী পরিচালক রাজু আহমেদ জানান, রামগড় জোন কর্তৃক বেকার তরুণ-তরুণীদের প্রশিক্ষনের মাধ্যমে সাবলম্বী হিসেবে গড়ে তোলার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় জোনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এ কম্পিউটার ক্লাব, সেলাই ও হস্তশিল্প প্রশিক্ষণ গ্রহণ করে স্থানীয় তরুণ-তরুণীরা আর্থিক ভাবে সাবলম্বী হবার পাশাপাশি কর্মক্ষেত্রেও এর দক্ষতা কাজে লাগাতে সক্ষম হচ্ছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।