যৌথ সামরিক মহড়া শুরু করল ভারত ও যুক্তরাষ্ট্র - Southeast Asia Journal

যৌথ সামরিক মহড়া শুরু করল ভারত ও যুক্তরাষ্ট্র

যৌথ সামরিক মহড়া শুরু করল ভারত ও যুক্তরাষ্ট্র
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতীয় এবং মার্কিন সেনাদের একটি যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে ভারতের বন্দর নগরী বিশাখাপত্তনমে। এযাবৎকালে এ দুই দেশের মাঝে এটিই সবচেয়ে বড় মহড়া যাতে আকাশ, নৌ এবং পদাতিক দুই ক্ষেত্রের সেনারাই অংশ নিচ্ছে।

এই মহড়ার পুরো নাম ট্রাই-সার্ভিসেজ ইন্ডিয়া ইউএস অ্যাম্ফিবিয়াস এক্সারসাইজ বা সংক্ষেপে টাইগার ট্রায়াম্ফ। দুই দেশের মাঝে নিরাপত্তা, সুরক্ষা, এবং কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ২০১৯ সালে প্রথম শুরু হয় এই মহড়া। ওই সময়ে সীমান্ত নিয়ে চীনের সাথে ভারতের সম্পর্কে টানাপড়েন চলছিল এবং ভারত সাগরে চীনের নৌবাহিনীর আনাগোনা বেশি ছিল।

ভারত ও যুক্তরাষ্ট্রের অন্যান্য মহড়ার চেয়ে টাইগার ট্রায়াম্ফ আলাদা এ কারণে, কারণ এখানে দুই দেশেরই সেনাবাহিনীর বিভিন্ন শাখা অংশ নেয়। নৌবাহিনীর পাশাপাশি সেনাবাহিনী এবং বিমানবাহিনীও রয়েছে এতে।

মঙ্গলবার শুরু হওয়া এই মহড়ায় ব্যবহৃত অস্ত্র এবং যানের মাঝে রয়েছে যুক্তরাষ্ট্রের দেওয়া একটি উভচর জলযান, যার নাম বর্তমানে আইএনএস জালাশওয়া। ভারতীয় সেনারা যেন দুর্যোগের সময়ে দ্রুত ত্রাণ ও উদ্ধারকার্য চালাতে পারে সে উদ্দেশ্যে এই যানটি দেয় যুক্তরাষ্ট্র।

মার্চের ১৮-২৬ তারিখ এই মহড়ার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। ২৬-৩১ তারিখ অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বটি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।