কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত - Southeast Asia Journal

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছে। পেশায় তিনি কৃষক। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।

রবিবার (৩১ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে বাংলাদেশি যুবক আলাল খানকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে তাকে নিউরো সার্জারি বিভাগের ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এর আগে শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

আহত আলালের ভাই সোহেল খান বলেন, আমার ভাই কৃষি কাজের পাশাপাশি বর্ডারে লেবারের কাজ করতেন। শনিবার রাত ২টার দিকে বুড়িচং শংকরশাল এলাকায় চিনি আনলোড করার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়।

এ সময় আমার ভাইয়ের মাথায় গুলি লাগে। তিনি বলেন, নেত্রকোণা মোহনগঞ্জ থানার মানিসনা গ্রামের আলতু খানের ছেলে আমরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।