চট্টগ্রামের জোরারগঞ্জ হতে ভারতীয় মদ জব্দ করল বিজিবি - Southeast Asia Journal

চট্টগ্রামের জোরারগঞ্জ হতে ভারতীয় মদ জব্দ করল বিজিবি

চট্টগ্রামের জোরারগঞ্জ হতে ভারতীয় মদ জব্দ করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার আওতাধীন কয়লারমূখ চেকপোষ্ট অধীনস্ত বদ্দ গেরামারা হতে মালিকবিহীন ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)’র সদস্যরা।

বিজিবির রামগড় ব্যাটালিয়ন’র (৪৩ বিজিবি) আওতাধীন কয়লারমূখ চেকপোষ্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা গতকাল সোমবার (১ এপ্রিল) এসব কাঠ জব্দ করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাত ১০টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর কয়লারমুখ বিওপিতে কর্মরত নাঃ সুবেঃ মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত বদ্দ গেরামারায় অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেলেও সেখানে তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয় বিজিবি।

বিজিবি সূত্র জানিয়েছে, জব্দকৃত ভারতীয় এসব মদের বাজারমূল্য প্রায় ষাট হাজার টাকা। জব্দকৃত এসব মদ পরবর্তীদে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করার লক্ষে ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ ইমাম হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, জোন অধিনস্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।