কক্সবাজারে ১২০০ অসহায় পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী - Southeast Asia Journal

কক্সবাজারে ১২০০ অসহায় পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী

কক্সবাজারে ১২০০ অসহায় পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজারের রামুতে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি ডাল, ২ কেজি আটা, আধা কেজি লবণ, ৩ কেজি আলু এবং ২ প্যাকেট সেমাই।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে রামু মিঠাছড়ি চেইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন ৬৫ পদাতিক বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার এম এ সাদী।

তিনি বলেন, সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের দিকনির্দেশনা ও ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাসুদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পবিত্র রমজান এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তর কক্সবাজার অঞ্চলের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত অসহায় ও হতদরিদ্র পরিবারের ১২০০ সদস্যের মাঝে প্রীতি উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ উপহার পেয়ে তারা খুশি হয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী দেশের আপামর জনগণের পাশে থেকে কাজ করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।