বান্দরবানের লামা বাজারে আগুনে পুড়ে গেছে ৯ দোকান - Southeast Asia Journal

বান্দরবানের লামা বাজারে আগুনে পুড়ে গেছে ৯ দোকান

বান্দরবানের লামা বাজারে আগুনে পুড়ে গেছে ৯ দোকান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের লামা বাজারে আকস্মিক আগুনে ৯টি দোকান ও বসতবাড়ি পুড়ে গেছে। এরমধ্যে ৬ টি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে ও ৩টি দোকান আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (০৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় লামা বাজারের পশ্চিম পাশে নদীরঘাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ৩০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায় মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় লামা বাজারের পশ্চিম পাশে নদীরঘাট এলাকায় চারুবালা হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ৩ টি টিম এসে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় ৬ টি দোকান ও আংশিকভাবে পুড়ে যায় ৩ টি দোকান ও বসতঘর। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

লামা বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি বিপুল কান্তি নাথ বলেন, কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। বিদ্যুতের শর্ট সার্কিট বা চুলার আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত পূর্বক প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এবিষয়ে লামা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের তিনটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত এখনও নির্ণয় করা যায়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।