খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ মানবিক সহায়তা প্রদান
নিউজ ডেস্ক
ঈদ ও বৈসাবি উৎসব উপলক্ষ্যে খাগড়াছড়ির পানছড়ির লোগাং জোন (৩ বিজিবি) কর্তৃক পাহাড়ী, বাঙ্গালি, দুঃস্থ নারী পুরুষ ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১০টায় লোগাং জোনের সদর দপ্তর কার্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়।
এসময় নারীদের স্বাবলম্বী করতে দেওয়া হয়েছে সেলাই মেশিন, আগুনে ঘর পুড়ে যাওয়া ও অসহায় ব্যক্তিকে ঢেউটিন, প্রতিবন্ধীকে দেওয়া হয় হুইলচেয়ার, বিঝুমেলা উপলক্ষ্যে দেওয়া হয় নগদ অর্থ, তাছাড়াও দেওয়া হয় মসজিদের জন্য মাইক কেনার জন্য বরাদ্দ এবং কিশোরদের বিনোদনের জন্য দেওয়া হয় ফুটবল এবং অসহায় পরিবারকে কন্যার বিবাহের ব্যয়ভার নির্বাহ ও অসুস্থ রোগীর চিকিৎসার ব্যয় নির্বাহের আর্থিক অনুদান প্রদান করা হয়।
এছাড়াও ঈদ সামগ্রী দেওয়া হয় নব-মুসলিম হওয়া ৫ পরিবারকে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম।
আর্থিক অনুদান প্রদান শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।