ঈদ ও বৈসাবি উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়ি জোনের সহায়তা - Southeast Asia Journal

ঈদ ও বৈসাবি উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়ি জোনের সহায়তা

ঈদও বৈসাবি উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়ি জোনের সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোন নিজ দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ৫ এপ্রিল হতে খাগড়াছড়ি জেলার মহালছড়ি জোনের বিভিন্ন এলাকায় চার শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ ও বৈসাবি সামগ্রী বিতরণ করা হয়।

জোন অধিনায়ক লেঃ কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া জানান, ‘উৎসবকে সামনে রেখে আআশেপাশে যেসব গরীব-অসহায় মানুষ রয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য ছোট্ট এ উদ্যোগ গ্রহণ করেছি। দুইটি উৎসবের আনন্দ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে দেয়াই মূল লক্ষ্য।’

জোন অধিনায়ক জানান, পুরো রমজান মাসব্যাপী ৬০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, মৌলিক চাহিদা পরিপূরণের মাধ্যমে হতদরিদ্র মানুষের পাশে সেনাবাহিনী সব সময় আছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

এদিকে, ঈদ ও বৈসাবি সামগ্রী পেয়ে সাধারণ মানুষ সেনাবাহিনীর প্রতি তথা মহালছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।