পাকিস্তানে ট্রাক খাদে, নিহত ১৮ - Southeast Asia Journal

পাকিস্তানে ট্রাক খাদে, নিহত ১৮

পাকিস্তানে ট্রাক খাদে, নিহত ১৮
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তানে তীর্থযাত্রীবাহী একটি ট্রাক খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।

গতকাল বুধবার ঈদের দিন দিবাগত রাতে বেলুচিস্তানের হাব জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি।

জানা গেছে, অর্ধশতাধিক মানুষ নিয়ে বহনকারী ট্রাকটি থাট্টা থেকে খুজদার শাহ নূরানীর মাজারের দিকে যাচ্ছিল। ট্রাকটি অতিরিক্ত গতিতে ছিল এবং একটি মোড় পার করার সময় এটি চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে ১৮ জনের প্রাণহানি হয়েছে।

বেলুচিস্তান প্রাদেশিক পুলিশের উপ-বিভাগীয় কর্মকর্তা বলেছেন, দুর্ঘটনার পর যাত্রীদের হাব জেলার জাম গুলাম কাদির হাসপাতালে পাঠানো হয়। ট্রাকটিতে মোট ৭০ জন যাত্রী ছিলেন। যাদের মধ্যে ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।