বান্দরবানে সন্দেহভাজন আরও এক কুকি-চিন সদস্য কারাগারে
নিউজ ডেস্ক
বান্দরবানে সন্দেহভাজন আরও এক কুকি-চিন সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার (১৫ এপ্রিল) দুপুরে আসামীকে বান্দরবানের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মাইসুমা সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তার নাম হাও লিয়ান বম (৬৭)। তিনি বান্দরবান সদরের লাইমিপাড়া এলাকার ঙুনৎিলর বমের ছেলে।
আদালত সূত্র জানায়, রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, ব্যাংক ম্যানেজারকে অপহরণ, টাকা-অস্ত্র লুটের ঘটনায় আরও একজনকে আদালতে হাজির করা হয়। পরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাইসুমা সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের জিআরও বিশ্বজিত সিংহ জানান, লিয়ান বম নামে একজনকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এর আগে রুমা-থানচিতে একই ঘটনায় ৬৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।