বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএফ সন্ত্রাসী নিহত

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএফ সন্ত্রাসী নিহত

সন্ত্রাসী কর্মকান্ডের ফলস্বরূপ ঝরে গেল আরেকটি প্রাণ!বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএফ সন্ত্রাসী নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মির এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিহত লাল রেম রোয়াত বম রেমাক্রি প্রাঙশা ইউনিয়নের সুনসাঙ পাড়ার বাসিন্দা লাল ঠুয়াই বমের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) উপজেলার দুর্গম মুনলাই পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।

আইএসপিআর জানায়, ‘বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়া এলাকায় সোমবার (২২ এপ্রিল) সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মির একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, মসজিদে হামলা এবং পুলিশের অস্ত্র লুট এবং ৩ এপ্রিল দুপুরে বান্দরবানের থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। পরে র‌্যাবের মধ্যস্থতায় ম্যানেজারকে অক্ষত উদ্ধার করা হয়। সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফের এই দুটি ঘটনার পর বান্দরবানে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান শুরু হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।