দীঘিনালায় অসহায়দের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালনা করল সেনাবাহিনী

দীঘিনালায় অসহায়দের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালনা করল সেনাবাহিনী

দীঘিনালায় অসহায়দের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালনা করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন কর্তৃক বিনামূল্যে শতাধিক বিভিন্ন বয়সী রোগীদের মাঝে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন ও ঔষুধ বিতরণ করা হয়েছে।

আজ ২৩ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১টা থেকে উপজেলার বাবুছড়া ইউপির জারুলছড়ি হেডম্যান পাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইন পরিচালনা ও ঔষুধ বিতরণ করা হয়।

এসময় দীঘিনালা জোনের মেজর নাজমুল হাসান রিজভীর উপস্থিতিতে জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ রাকিবুল ইসলাম রনি রোগীদের চিকিৎসা প্রদান করেন।

মেজর নাজমুল হাসান রিজভী বলেন, ‘জাতি, গোষ্ঠী নির্বিশেষে অত্র এলাকার পিছিয়ে পড়া মানুষের সুচিকিৎসার জন্য দীঘিনালা জোনের এ আয়োজন। ভবিষ্যতে আমাদের পক্ষ থেকে অত্র এলাকার পিছিয়ে পড়া মানুষের জন্য এমন কার্যক্রম অব্যাহত থাকবে।’

এদিকে, মেডিকেল ক্যাম্পেইন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ পেয়ে কল্পনা চাকমা (৫০), বাদিমিলা চাকমা (৪৫) সহ অনান্য উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।