পাহাড়ে আইন-শৃঙ্খলার ব্যত্যয় হলে উন্নয়নকাজেরও ব্যত্যয় ঘটবে- কুজেন্দ্র লাল ত্রিপুরা

পাহাড়ে আইন-শৃঙ্খলার ব্যত্যয় হলে উন্নয়নকাজেরও ব্যত্যয় ঘটবে- কুজেন্দ্র লাল ত্রিপুরা

পাহাড়ে আইন-শৃঙ্খলার ব্যত্যয় হলে উন্নয়নকাজেরও ব্যত্যয় ঘটবে- কুজেন্দ্র লাল ত্রিপুরা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রাম সরকারের আইন-শৃঙ্খলা অনুসরণ করেই পরিচালিত হয়ে আসছে। ব্রিটিশ আমল থেকেই পার্বত্য অঞ্চল বিশেষ অঞ্চল হিসেবে পরিচিত। শান্তি চুক্তির ফলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠন হয়েছে। এ অঞ্চলের সব সংস্থা আইন-শৃঙ্খলার মাধ্যমেই পরিচালিত হয়। আইন-শৃঙ্খলার ব্যত্যয় হলে সরকারের উন্নয়নকাজেরও ব্যত্যয় ঘটবে। আমরা আইন-শৃঙ্খলা মেনে শান্তিপূর্ণভাবে সহাবস্থানে বসবাস করতে পারলেই আমাদের সার্থকতা বাস্তবায়ন হবে।’

গতকাল রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে অ্যানেক্স ভবনের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠক শেষে পার্বত্য রাঙ্গামাটির চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরজমিনে পরিদর্শন করেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিংয়ের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য এবং বন ও পরিবেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থায়ী কমিটির সদস্য ব্রাহ্মণবায়িয়া-২ আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিন, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জ্বরতী তঞ্চঙ্গ্যা, উপজাতীয় শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা, অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম, তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *