এলডিসি গ্রাজুয়েশনে বড় হাতিয়ার ব্লু ইকোনমি: নৌবাহিনী প্রধান

এলডিসি গ্রাজুয়েশনে বড় হাতিয়ার ব্লু ইকোনমি: নৌবাহিনী প্রধান

এলডিসি গ্রাজুয়েশনে বড় হাতিয়ার ব্লু ইকোনমি: নৌবাহিনী প্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে। এ এলডিসি গ্রাজুয়েশনের বড় হাতিয়ার দেশের ব্লু ইকোনমি।

সোমবার (২৯ এপ্রিল) বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় আয়োজিত ব্লু ইকোনমি এবং এ খাতে বাংলাদেশের সম্ভাবনা শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

নাজমুল হাসান বলেন, ‘ব্লু ইকোনমি সেল এখন থেকে মন্ত্রীপরিষদ বিভাগ দেখভাল করবে। এতে করে এ খাতে বাংলাদেশের অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।’

বাংলাদেশ নৌবাহিনীর মূল লক্ষ্য উল্লেখ করে নাজমুল হাসান বলেন, ‘দেশের সমুদ্র সীমা নিরাপদ রাখা এখন নৌবাহিনীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশাল সমুদ্র সীমা রক্ষার মাধ্যমে ব্লু ইকোনমি জাতীয় অর্থনীতির অন্তর্ভুক্ত হবে।’

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইউওয়োমা কিমিনোরি বলেন, ‘জাপান বাংলাদেশের ৫০ বছরের পরীক্ষিত বন্ধু। ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের নিরাপত্তার জন্য যা যা করা দরকার জাপান করবে।’

ব্লু ইকোনমির বিভিন্ন খাত ব্যাখ্যা করে কিমিনোরি বলেন, ‘শুধু জ্বালানি না; সামুদ্রিক মাছ এবং পর্যটন খাতে বাংলাদেশের সমূহ সম্ভাবনা আছে। এছাড়া বাংলাদেশে যে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর হচ্ছে সেটি শুধু বাংলাদেশের জন্য না জাপানের জন্যও একটি ফ্ল্যাগশিপ প্রজেক্ট।’

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ভূগোল বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় ব্লু ইকোনমির ২৬টি খাত নির্ধারণ করেছে। প্রতিটি খাতেই বাংলাদেশের সমূহ সম্ভাবনা আছে। টেকসই উন্নয়নের শর্ত পূরণেও ব্লু ইকোনমি বড় ভূমিকা রাখবে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।