ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে মায়ানমার নাগরিকসহ আটক ৪

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে মায়ানমার নাগরিকসহ আটক ৪

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে মায়ানমার নাগরিকসহ আটক ৪
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক মায়ানমারের নাগরিকসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৮মে) সকাল ৯টায় বেনাপোল সীমান্তের ঘিবা মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ঢাকার খিলগাঁও জুরবিটা এলাকার ধুপিচাদ মণ্ডলের ছেলে কৃষ্ট ধর মণ্ডল (৫০), মুন্সীগঞ্জ সদরের সন্দুয়া গ্রামের শ্রী সুধীর চন্দ্র বৈরাগীর মেয়ে আশা রানী বাছার (৪০), নড়াইলের পেড়লি গ্রামের খোকা শেখের মেয়ে শিউলী খাতুন ও মায়ানমার নাগরিক মো. হোসেন।

ঘিবা বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার আব্দুস সামাদ জানান, আটকদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলেন এবং মিয়ানমার নাগরিক ভারতে ভালো কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।