কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি: বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ৫৫ মেগাওয়াট

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি: বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ৫৫ মেগাওয়াট

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি: বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ৫৫ মেগাওয়াট
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে কাপ্তাই লেকের সামান্য পানি বৃদ্ধি পেয়েছে। ফলে পানির উপর নির্ভরশীল দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র (কপাবিকে) পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। সেই সাথে ২টি ইউনিট একসাথে চালু করা হয়েছে। বেশ কয়েকমাস যাবৎ ধরে কাপ্তাই লেকের পানির স্থর সর্বনিন্ম পর্যায়ে নেমে আসে। ৫টি ইউনিটের মধ্যে শুধুমাত্র ১টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন হতো।

গতকাল বৃহস্পতিবার কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানান, গত তিন দিন হতে এই কেন্দ্রে ২টি ইউনিট চালু করা হয়েছে। বৃহস্পতিবার ১নং ইউনিট হতে ৩০ মেগাওয়াট এবং ২নং ইউনিট হতে ২৫ মেগাওয়াটসহ সর্বমোট ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এতদিন শুধুমাত্র ১টি ইউনিট হতে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো।

ব্যবস্থাপক আরোও জানান, রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই লেকে বর্তমানে পানি থাকার কথা ৭৬.৪০ মীনস সি লেভেল, কিন্তু বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত কাপ্তাই লেকে পানি আছে ৭৮.৫৫ মীনস সি লেভেল। কাপ্তাই লেকে পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীন সি লেভেল।

উল্লেখ্য, কাপ্তাই লেকের উপর নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট হতে সর্বোচ্চ ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। উৎপাদিত সবটুকু বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন লাইনের মাধ্যমে পাঠানো হয়ে থাকে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।