রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন বান্দরবান কারাগারের ২ বন্দি

রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন বান্দরবান কারাগারের ২ বন্দি

রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন বান্দরবান কারাগারের ২ বন্দি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতির সাজা মওকুফের আওতায় এবার বান্দরবান জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন দুই বন্দি।

ওই বন্দিরা হলেন: মো. হাসেম ও মো. আব্দুল মান্নান। মো. হাসেমের বাড়ি লামা থানার ফাসিয়া খালি ইউনিয়নের বধুঝিরি এলাকায় এবং মো. আব্দুল মান্নান চট্টগ্রামের সাতকানিয়া থানার চর খাগরিয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (১১ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই বন্দিদের মুক্তি দেয়ার বিষয়টি জানান বান্দরবান জেল সুপার জান্নাত উল ফরহাদ।

এতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লঘু অপরাধে কারাগারের বন্দিদের মধ্যে যাদের সাজা ইতোমধ্যে অর্ধেক ভোগ করা হয়েছে তাদের অবশিষ্ট সাজা ও জরিমানা রাষ্ট্রপতি মওকুফ করে দিয়েছেন। এ সুবিধার আওতায় বান্দরবান কারাগার থেকে দুই বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। তারা দুজনেই ইতোমধ্যে অর্ধেক করে সাজা ভোগ করেছেন।

এদের মধ্যে মো. হাসেম লামা থানার একটি মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড নিয়ে ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে সাজা ভোগ করে আসছিলেন এবং মো. আব্দুল মান্নান বান্দরবান সদর থানার একটি মামলায় এক বছরের সাজা পেয়ে ২০২৩ সালের ২২ অক্টোবর থেকে সাজা ভোগ করে আসছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।