ভারতে পাচারকালে রাজশাহী থেকে ৮১ ভরি সোনাসহ একজন গ্রেফতার
নিউজ ডেস্ক
রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকা থেকে ৯৩ লাখ টাকা মূল্যের ৮১ ভরি ওজনের সোনার বারসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৩০ জুন) দুপুর পৌনে ১২টায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতার ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৩৬)। সে রাজশাহী মহানগরীর দামকুড়া থানার চর মাঝারদিয়াড়ের আবদুর রশিদের ছেলে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম জানান, রবিবার (৩০ জুন) দুপুর পৌনে ১২টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কেএম আরিফুল হকের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযানে ডিউটি করছিল।
এ সময় তারা গোপন সংবাদে জানতে পারেন কয়েক ব্যক্তি ভারতে সোনা পাচারের উদ্দেশ্যে কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় অবস্থান করছে। তারা সেখান থেকে বঙ্গবন্ধু হাইটেক পার্কের রাস্তা দিয়ে নদীপথে নৌকায় ভারতে নিয়ে যাবে। আরএমপি ডিবির সহকারী পুলিশ কমিশনার আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই সালেকুর রহমান ও তাদের টিম দুপুর ১২টায় কাশিয়াডাঙ্গা থানার বশরী গ্রামের শহররক্ষা বাঁধের ওপর দিয়ে তিন ব্যক্তিকে হেঁটে যেতে দেখেন।
এ সময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালিয়ে গেলেও আসামি দেলোয়ারকে গ্রেফতার হয়। তার কাছ থেকে একটি সোনার বার এবং তিনটি সোনার বিস্কুট উদ্ধার হয়। উদ্ধার সোনার ওজন ৮১ ভরি।
তিনি আরও জানান, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারসহ পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।