খাগড়াছড়িতে অভিযান পরিচালনা করে ৯৫ বোতল ভারতীয় উদ্ধার করল বিজিবি

খাগড়াছড়িতে অভিযান পরিচালনা করে ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করল বিজিবি

খাগড়াছড়িতে অভিযান পরিচালনা করে ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অবৈধ পথে সীমান্ত পথে দেশে নিয়ে আসা ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়স্থ বিজিবির রামগড় ব্যাটালিয়নের সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার (৫ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রামগড় পৌরসভার দারোগাপাড়া হতে মালিকবিহীন এসব মদ উদ্ধার করে বিজিবির মহামুনি বিওপির সদস্যরা।

সূত্র বলছে, গতরাতে নিজস্ব গোপন তথ্যের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর মহামুনি বিওপিতে কর্মরত সুবেদার মোঃ জাহানুর ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক দারোগাপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় উদ্ধার করে বিজিবি।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকের বিষয়ে রামগড় থানায় সাধারণ ডায়েরি অন্তর্ভূক্ত করে মদগুলো পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন বলেন, সীমান্তে মাদকসহ যেকোনো অবৈধ পণ্যের অপতৎপরতা রোধে বিজিবি সচেষ্ট রয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলেও তিনি জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।