পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি নিযুক্ত হয়েছেন ১৮-১৯ সেশনের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আবু আইয়ুব আনসারী, সাধারণ সম্পাদক হয়েছেন ১৯-২০ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম ইমন।

শনিবার (৬ জুলাই) সকাল ১০ টায় পিসিসিপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবীব আজমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদের সঞ্চালনায় নগরীর অক্সিজেন এলাকায় পিসিসিপির কেন্দ্রীয় কার্যালয়ে উক্ত কমিটির অনুমোদন দেয় সংগঠনের কেন্দ্রীয় কমিটি।

নতুন কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ১৭-২৮ গোলাম নওশাদ ও ১৮-১৯ সেশনের মেরিন সাইন্স বিভাগের শিক্ষার্থী নিপু আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক ২১-২২ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. আনোয়ার, সাংগঠনিক সম্পাদক ২০-২১ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী মো. মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক ২২-২৩ সেশনের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মো. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক ২০-২১ সেশনের ফিন্যান্স বিভাগের গাজী ইমরান, ২০-২১ অর্থ সম্পাদক শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী দিদার আলী সরকার, ২১-২২ সহ-অর্থ সম্পাদক ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. নাজমুল।

নবগঠিত আংশিক কমিটিকে আগামী একমাসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবুর রহমান।

এসময় সংগঠনটির মহাসচিব আলমগীর কবির, চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক আল আমিন, পিসিসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, সাহিত্য সম্পাদক ওমর ফারুক, বিশিষ্ট কবি ও আবৃত্তিকার কানন এবং পিসিসিপি চবি শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।