খাগড়াছড়ির রামগড় জোন কর্তৃক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে সহায়তা প্রদান

খাগড়াছড়ির রামগড় জোন কর্তৃক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে সহায়তা প্রদান

খাগড়াছড়ির রামগড় জোন কর্তৃক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে সহায়তা প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী গরীব ও দুঃস্থ পরিবার এবং একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে বিজিবির রামগড় জোন (৪৩ বিজিবি)।

সকালে জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২৪ টি পরিবারের মাঝে উন্নত চিকিৎসা, শিক্ষা সহায়তা এবং দুস্থদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময়, জোনের পক্ষ হতে রামগড় মাস্টারপাড়া জামে মসজিদ সংস্কারের নিমিত্তে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে এসব সহায়তা বিতরণ করেন।

এসময় জোনের পদস্থ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ির রামগড় জোন কর্তৃক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে সহায়তা প্রদান

জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, রামগড় জোন কর্তৃক গরীব ও দুঃস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নে এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।