বৈষম্যহীন সমাজ বিনির্মানে কাজ করবে অন্তবর্তীকালীন সরকার, প্রত্যাশা ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র
নিউজ ডেস্ক
দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে গণতান্ত্রিক, বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে যে অন্তবর্তীকালীন সরকার ড. মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয়েছে এই অন্তবর্তীকালীন সরকার দেশের পাহাড় ও সমতলের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় তথা আপামর জনতার বৈষম্যহীন সমাজ বিনির্মানে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (গণতান্ত্রিক)।
বুধবার (৭ আগষ্ট) রাতে সংগঠনটির তথ্য ও প্রচার বিভাগ কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র তথ্য ও প্রচার বিভাগ তেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ছাত্র জনতা সকল চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ ও কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গর্জে ওঠে। দীর্ঘদিন যাবৎ চলা এই ন্যায্য গণআন্দোলনকে রুখতে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার সাধারণ শিক্ষার্থীর উপর পুলিশ হামলা চালায়। এতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ অনলাইন ভিত্তিক উইকিপিডিয়া থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে এই পর্যন্ত ২০৯ জনেরও অধিক মানুষ নিহত হয়েছেন। অতঃপর ডিবি পুলিশ কর্তৃক ৬ সমন্বয়ককে নিরাপত্তা অযুহাতে নির্দয় অত্যাচার করা হয়। ইউপিডিএফ (গণতান্ত্রিক) সেই সকল শহীদ পরিবারের প্রতি আন্তরিক সংহতি ও সমবেদনা জ্ঞাপন করছে।
দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে গণতান্ত্রিক, বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে যে অন্তবর্তীকালীন সরকার ড. মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয়, আমাদের পার্টির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আশা করি এই অন্তবর্তীকালীন সরকার দেশের পাহাড় ও সমতলের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় তথা আপামর জনতার বৈষম্যহীন সমাজ বিনির্মানে এগিয়ে আসবে।”
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ঢাকায় হাজারো ছাত্রজনতার ঢল নামে। উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করার দাবি ওঠে।
এর প্রেক্ষিতে, গত মঙ্গলবার রাতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।