সাতক্ষীরা সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় ক্রিস্টাল মেথ উদ্ধার

সাতক্ষীরা সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় ক্রিস্টাল মেথ উদ্ধার

সাতক্ষীরা সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় ক্রিস্টাল মেথ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচারকালে এক কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (২০ আগস্ট) সাতক্ষীরার কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ এলাকা থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) লেঃ কর্নেল মো. আশরাফুল হক রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কাকডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার করা হবে। ওই সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার মো. শামীম আলমের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন হঠাৎগঞ্জ এলাকায় গোপনে অবস্থান গ্রহণ করে। একপর্যায়ে আগত মাদক চোরাকারবারিরা আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালালে অভিযানিক দল তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা রাতের অন্ধকারে ঘন জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে আভিযানিক দল ওই এলাকা তল্লাশি করে একটি ব্যাগ থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করে। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা।

উল্লেখ্য, আটককৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।