সাতক্ষীরায় বিজিবির অভিযান, ৫ কোটি টাকার ‘এলএসডি’ উদ্ধার
নিউজ ডেস্ক
সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে পাঁচ কোটি ২০ লাখ ২০ হাজার টাকা মূল্যের ‘এলএসডি’ মাদক জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে দেবহাটা সীমান্ত এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়।
বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, মাদকের একটি চালান আসছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল দেবহাটা সীমান্তে অবস্থান নেয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী ব্যক্তি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সেখান থেকে ১০০ মিলিগ্রামের পাঁচ বোতল ভারতীয় এলএসডি ও ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।