কক্সবাজারে বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজিবি জানায়, মাদকের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে আসতে পারে এমন তথ্যের ভিত্তিতে সাবরাং বিওপি’র চোরাচালান প্রতিরোধ টহলদল সেয়ারিগোদা এলাকায় কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবাভর্তি ব্যাগ ফেলে দৌড়ে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারিদের সনাক্ত করার জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।