বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১৫ বার্মিজ গরু আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১৫ বার্মিজ গরু আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১৫ বার্মিজ গরু আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়িস্থ মায়ানমার সীমান্তে অভিযান পরিচালনা করে অবৈধ পথে দেশে নিয়ে আসা ১৫টি বার্মিজ গরু আটক করেছে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালের দিকে ব্যাটালিয়ন সদর, ভালুখাইয়া এবং ফুলতলী বিওপি কর্তৃক এসব গরু আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিডিত্ততে ব্যাটালিয়ন অধিনায়কের দিকনির্দেশনায় ব্যাটালিয়ন সদর, ভালুখাইয়া এবং ফুলতলী বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় এসব বার্মিজ গরু আটক করা হয়। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারকারিরা পালিয়ে যায়।

বিজিবি জানিয়েছে, আটককৃত আটককৃত গরুর আনুমানিক বাজার মূল্য ১৬ লক্ষ ত্রিশ হাজার টাকা। আটককৃত এসব বার্মিজ গরু নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নে নিয়ে এসে নিলাম সম্পন্ন করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক জানিয়েছেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে যে কোন ধরনের অপতৎপরতা বন্ধে ১১ বিজিবি সজাগ থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।