অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে সাতক্ষীরা সীমান্তে বাংলাদেশি যুবক আটক
নিউজ ডেস্ক
সাতক্ষীরা কলারোয়া কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় মো. মাছুম বিল্লাহ (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
শুক্রবার রাত সাড়ে ১১টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক।
তিনি বলেন, ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাকডাঙ্গা সীমান্ত এলাকার সোনাই নদী পার হয়ে অবৈধভাবে বাংলাদেশে আসার পথে যশোর জেলার কেশবপুর থানার সাবদীয়া গ্রামের মো. জবেদ আলীর ছেলে মো. মাছুম বিল্লাহকে আটক করা হয়। তাকে সাতক্ষীরা কলারোয়া থানায় হস্তান্তর করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।