সব ধর্মের মানুষের সঙ্গে সহাবস্থান বজায় থাকবে: সেনাবাহিনী প্রধান

সব ধর্মের মানুষের সঙ্গে সহাবস্থান বজায় থাকবে: সেনাবাহিনী প্রধান

সব ধর্মের মানুষের সঙ্গে সহাবস্থান বজায় থাকবে: সেনাবাহিনী প্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শারদীয় দুর্গোৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এছাড়া সব ধর্মের মানুষের সঙ্গে সহাবস্থান বজায় থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

শুক্রবার বিকালে রাজধানীর রমনা কালীমন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সেনাপ্রধান এসব কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে ওয়াকার-উজ-জামান বলেন, শুধু ঢাকাতেই না, সারাদেশে নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে সেনা বাহিনী। সব কিছু নিরাপদভাবে করতে পারবেন।

সব ধর্মের মানুষের সঙ্গে সহাবস্থান বজায় থাকবে: সেনাবাহিনী প্রধান

সেনাপ্রধান বলেন, ‘আমরা বাঙালি, শতাব্দীর পর শতাব্দী আমরা একসঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান বসবাস করে আসছি এ দেশে। এটা আমাদের সহাবস্থান। একজনের প্রতি অন্যজনের যে সহমর্মিতা, এটা অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে।’

শারদীয় শুভেচ্ছা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেক বাংলাদেশি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধানের স্ত্রী সারাহনাজ কমলিকা জামান উপস্থিত ছিলেন।

এছাড়াও, সশস্ত্র বাহিনী ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।