খাগড়াছড়ির মাটিরাঙা সীমান্তে বিএসএফকে সাথে বিজিবির শারদ শুভেচ্ছা

খাগড়াছড়ির মাটিরাঙা সীমান্তে বিএসএফকে বিজিবির শারদ শুভেচ্ছা

খাগড়াছড়ির মাটিরাঙা সীমান্তে বিএসএফকে সাথে বিজিবির শারদ শুভেচ্ছা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) কর্তৃক প্রতিবেশী দেশ ভারতের ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট, স্টাফ অফিসার এবং অধীনস্থ সকল ক্যাম্পসমূহে মিষ্টি বিতরনের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়েছে।

সীমান্তে সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি-বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

যামিনীপাড়া ব্যাটালিয়নের পক্ষ থেকে ফেনীছড়া বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. মাসুদ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের জালেয়া আউট পোস্টের ইন্সপেক্টর হিরেন গোহাইনের কাছে এবং বগাপাড়া বিওপির নায়েব সুবেদার মো. মনিরুজ্জামান ভাটিয়াবাড়ী বিএসএফ ক্যাম্পের এসআই এন রাজ শেখের কাছে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান।

বিজিবি-বিএসএফের মধ্যে সম্প্রীতির এই বন্ধন দুদেশের বন্ধুত্বপূ্র্ণ সম্পর্ক এবং সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা আরো সম্প্রসারিত ও সুদৃঢ় করবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।