কুষ্টিয়ায় সেনা অভিযানে ৩শ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ২

কুষ্টিয়ায় সেনা অভিযানে ৩শ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ২

কুষ্টিয়ায় সেনা অভিযানে ৩শ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ২
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ৩শ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।

আটকৃতরা হলেন- ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের উত্তরভবানীপুর এলাকার মিজানুর রহমানের ছেলে মনিরুল ইসলাম (২৪) ও একই উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় এলাকার জয়নাল শেখের ছেলে নাহিদ হাসান রাব্বি (২৯)।

কুষ্টিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রাসেল কবীর জানান. শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন পরিষদের সামনে মনিরুল ইসলাম ও নাহিদ হাসান রাব্বি ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রি করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন সোয়ানুর রহমান ও কুষ্টিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রাসেল কবীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাশি করে ৩শত পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মনিরুল ইসলাম ও নাহিদ হাসান রাব্বিকে আটক করা হয়।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, শুক্রবার রাতে ২ জন মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।