খাগড়াছড়িতে উপজাতি সন্ত্রাসীদের গুলিতে নিহত ১
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির দীঘিনালায় উপজাতি সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দীঘিনালার পোমাং পাড়া থেকে নিহত স্বর্ণ কুমার ত্রিপুরার মরদেহ উদ্ধার করে।
নিহত স্বর্ণ কুমার ত্রিপুরা পাচকের কাজ করতেন।
পরিবারের সদস্যরা জানান, সোমবার রাতে পোমাং পাড়া এলাকায় সম্মিলিত পাহারা দেয়ার কথা বলে ঘর থেকে বের হয় স্বর্ণ। রাত ২টার দিকে গুলির শব্দ শোনা যায়। সকালে স্থানীয়রা বাড়ির অদূরে রাস্তার উপর মরদেহ পড়ে থাকতে দেখে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত (ওসি) মুহাম্মদ জাকারিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আঞ্চলিক সংগঠনগুলো আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড করে থাকতে পারে। এ ঘটনায় মামলা হচ্ছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।