সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ১
নিউজ ডেস্ক
ঝিনাইদহ সেনা ক্যাম্পের সদস্য পরিচয় দিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ভুয়া সেনা সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৫অক্টোবর) জেলা বাস টার্মিনাল থেকে তাকে আটক করা হয়।
আটককৃত কামাল হোসেন পাবনার আটঘরিয়া উপজেলার দরবেশপুর গ্রামের মতিন মন্ডলের ছেলে।
ঝিনাইদহ সেনা ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত কামাল হোসেন নিজেকে ঝিনাইদহ সেনা ক্যাম্পের সদস্য দাবি করতেন। এরপর সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতেন। প্রতারণার শিকার এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দুপুরে ঝিনাইদহ সেনা ক্যাম্পের টহল টিম জেলা বাস টার্মিনালে অভিযান চালিয়ে প্রতারক কামাল হোসেনকে আটক করে।
আটককৃত ব্যক্তিকে র্যাব ৬ এ হস্তান্তর করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।