কূটনীতিক টানাপড়েনের মধ্যেই কানাডায় ভারতীয় শিখ নারী কর্মচারীর মরদেহ উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
ভারতের সঙ্গে কূটনীতিক সম্পর্ক টানাপড়েনের মধ্যেই কানাডার হ্যালিফ্যাক্স শহরের ওয়ালমার্ট স্টোর থেকে এক শিখ নারী কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
স্থানীয় মিডিয়ার বরাতে গণমাধ্যমটি বলছে, শনিবার হ্যালিফ্যাক্স শহরের ওয়ালমার্ট স্টোরের বেকারি বিভাগের একটি ওয়াক-ইন ওভেনের মধ্যে ১৯ বছর বয়সী এক শিখ নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। হ্যালিফ্যাক্স আঞ্চলিক পুলিশ (এইচআরপি) জানিয়েছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ৬৯৯০ মামফোর্ড রোডে ওয়ালমার্ট থেকে আকস্মিক মৃত্যুর খবর আসে। পরে পুলিশ সদস্যরা মরদেহটি উদ্ধার করে। তিনি ওই দোকানে কর্মরত ছিলেন, তবে এই নারীর বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
মেরিটাইম শিখ সোসাইটি স্থানীয় সিটিভি নিউজকে নিশ্চিত করেছে যে মৃত নারী তাদের সম্প্রদায়ের সদস্য। শিখ সোসাইটির আনমোলপ্রীত সিং বলেছেন, “এই মৃত্যু আমাদের ও তার পরিবারের জন্য খুব দুঃখজনক। কারণ সে উন্নত ভবিষ্যত গড়তে এখানে এসেছিল। কিন্তু সে চলে গেল।”
এদিকে দ্য গ্লোব অ্যান্ড মেইল পত্রিকা জানিয়েছে, তিনি সম্প্রতি ভারত থেকে কানাডায় চলে এসেছেন। তদন্ত চলাকালীন সময় শনিবার রাত থেকে ওই দোকানটি বন্ধ রয়েছে। এইচআরপি কনস্টেবল মার্টিন ক্রমওয়েল বলেছেন, নারীর মৃত্যুর আসল কারণ জানতে তদন্ত চলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।