উত্তরায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে আটক ৩

নিউজ ডেস্ক
রাজধানী উত্তরা থেকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার (২৬ অক্টোবর ) রাত ১১টায় আইচি বোটঘাট এলাকা থেকে হাজী ক্যাম্পের আর্মি ক্যাম্প সেনা সদস্যরা টুটুল সরকার নামের একজনকে আটক করে। বিষয়টি জানিয়েছেন পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ।
আর্মি ক্যাম্পের সূত্রে জানা যায়, আটক টুটুল সরকার দীর্ঘদিন ধরে অবৈধভাবে আইছি খেয়াঘাট দখল করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছিল। এছাড়া এলাকার আওয়ামী লীগের রাজনৈতিক নেতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন চাঁদাবাজি ও দখল বাণিজ্য পরিচালনা করতো। খেয়া ঘাটে অতিরিক্ত ভাড়া এবং অবৈধ ইজারার বিষয়ে প্রতিবাদ করলে তিনি স্থানীয় একাধিক ব্যক্তিকে মারধর করেন এবং হত্যার হুমকি প্রদান করেন। তার বিরুদ্ধে অপহরণের মামলাসহ একাধিক মামলা রয়েছে।
অন্যদিকে রাজধানীর দক্ষিণখানের জয়নাল মার্কেট এলাকায় অপহরণের সময় হাতেনাতে দুইজনকে আটক করেছে সেনাবাহিনীর উত্তরা আর্মি ক্যাম্পের সদস্যরা।
শনিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে উত্তর ৬ নম্বর সেক্টরের পাশে দক্ষিণখান এলাকার জয়নাল মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়। তারা হলেন, মোয়াজ্জেম হোসেন ও মো. মনজুর রহমান। তাদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।