সিলেটে বিজিবির অভিযানে পৌনে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
নিউজ ডেস্ক
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কাশ্মীরি শাল, কসমেটিকস, সোফার কভারসহ বড় একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির একটি টহল দল এসব পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, অভিযানে ৭৯৮ পিস ভারতীয় শাড়ি, ১২১ পিস কাশ্মীরি শাল, ৮১ পিস থ্রি পিস, ৪৫৬ পিস কসমেটিকস সামগ্রী, ২৫৪ মিটার মকমল সোফার কভার এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ২টি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮৬ লাখ আশি হাজার ২৮০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।