সিলেট-সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
নিউজ ডেস্ক
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিড়ি, সুপারি, মদ, বাংলাদেশি রসুনসহ বড় একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৬ নভেম্বর) রাত থেকে শুক্রবার (৮ নভেম্বর) সকাল পর্যন্ত সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির একটি টহল দল সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, অভিযানে ১৫ হাজার ৬০০ পিস সুপারি, ৩২০ প্যাকেট বিড়ি, ৭০ কেজি গুড়া মেহেদী, ৮১ বোতল মদ, ২ বোতল বিয়ার, ৪ হাজার কেজি রসুন, ১টি ট্রাক, ১টি মোটরসাইকেল, ১টি ট্রলি, ১২টি অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।