বান্দরবানে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন রোহিঙ্গার
নিউজ ডেস্ক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে লেডু (৫০) নামে এক রোহিঙ্গার পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ৩টায় উপজেলার ঘুমধুম ইউপির তমব্রু সীমান্তের ৩৪-৩৫ পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত লেডু মিয়া কক্সবাজার উখিয়া ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, তুমব্রু সীমান্তের ৩৪-৩৫ সীমান্ত পিলার এলাকায় কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে যান লেডু মিয়া। সেখানে গিয়ে মিয়ানমারের নির্মিত কাঁটাতারে বাংলাদেশের ভেতরে জিরো লাইন এলাকায় পৌঁছালে স্থলমাইন বিস্ফোরণের কবলে পড়েন তিনি। এতে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠানো হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজাহারুল ইসলাম চৌধুরী জানান, আহত রোহিঙ্গা নাগরিককে উখিয়ার এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।