চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান, ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান, ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান, ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ৯৬ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আজ দিবাগত রাত ৩টার দিকে দর্শনার রংগিয়ারপোটা এলাকা হতে তাকে আটক করে।

জানা যায়, গোপন গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি পেট্রোল রংগিয়ারপোটা, দর্শনা এলাকায় মোহাম্মদ রমজানের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার কাছে ৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১লক্ষ ৯২ হাজার টাকা।

যৌথ বাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত মালামাল দর্শনা পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে মাদক বিরোধী যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে যৌথ বাহিনী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।