মেঘালয় ভিত্তিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এইচএনএলসি’কে নিষিদ্ধ করল ভারত সরকার
নিউজ ডেস্ক
ভারতের সেভেন সিস্টার্সের অন্যতম রাজ্য মেঘালয়ে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হাইনিউট্রেপ ন্যাশনাল লিবারেশন কাউন্সিল (এইচএনএলসি)কে হিংসাত্মক ঘটনায় জড়িত এবং ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি ক্ষতিকর কার্যকলাপ পরিচালনা থাকার দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষনা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ হতে।
বিজ্ঞপ্তিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয় জানায়, কেন্দ্রীয় সরকার মনে করে যে এইচএনএলসি মেঘালয়ের অঞ্চলগুলিকে বিচ্ছিন্ন করার লক্ষ্য ঘোষণা করেছে, যেখানে মূলত খাসি এবং জয়ন্তিয়া উপজাতি অধ্যুষিত। সেখানে বেসামরিক জনগণকে ক্রমাগত ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোষ্ঠীটি চাঁদাবাজি এবং ভয় দেখানোর জন্য উত্তর-পূর্ব অঞ্চলের অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলির সাথেও সম্পর্ক বজায় রাখছে এবং ২০১৯ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত মেঘালয়ে বিস্ফোরণ বা বিস্ফোরন ঘটানোর বেশ কয়েকটি মামলা সহ ৪৮টি ফৌজদারি মামলায় জড়িত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এইচএনএলসি, তার সমস্ত দল, শাখা এবং মেঘালয়ের ফ্রন্ট সংগঠনগুলির সাথে, এমন কার্যকলাপে জড়িত ছিল যা ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি ক্ষতিকর।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসমস্ত তথ্য বিবেচনা করে স্বরাষ্ট্র মন্ত্রনালয় এইচএনএলসিকে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭ (১৯৬৭ সালের ৩৭) এর অধীনে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।