সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে আনা ৪টি গরু আটক করল বিজিবি
নিউজ ডেস্ক
চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ সীমান্ত ব্যবহার করে ভারত থেকে অবৈধ পথে দেশে নিয়ে আসা ৪টি গরু আটক করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
গতকাল রবিবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে জোরারগঞ্জ থানার অন্তর্গত রহমতপুর থেকে এসব গরু আটক করে বিজিবি সদস্যরা।
জানা যায়, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ পানুয়াছড়া বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ আহসান হাবিব এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত রহমতপুর নামক স্থান হতে মালিকবিহীন ৪টি ভারতীয় গরু অোটক করতে সক্ষম হন।
বিজিবি জানিয়েছে, আটককৃত ভারতীয় গরুগুলো স্থানীয় কাস্টমসে হস্তান্তর করা হয়েছে।
ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, সীমান্তে যেকোন চোরাচালান ও অপতৎপরতা রোধে বিজিবি সদা প্রস্তুত রয়েছে। বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।