হিলি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, ভারতীয় নাগরিক আটক

নিউজ ডেস্ক
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আব্দুর রহমান (৩৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে হিলি সীমান্তের ২৮৫/৯ সাব-পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশকালে তাকে আটক করা হয়।
আটক আব্দুর রহমান ভারতের বিহারের আরারিয়া জেলার ঘুরনা থানার বারাবুয়ান গ্রামের তারজুমানুল হকের ছেলে।
হিলি আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেন বলেন, বিকেলে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় তাকে আটক করে। পরে তাকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। তার কাছে বৈধ কোনো কাগজপত্র না থাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে রাত সাড়ে ১০টায় হাকিমপুর থানায় মামলা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানান তিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।