প্রধান উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর মন্তব্য পশ্চিমবঙ্গের স্পিকারের

নিউজ ডেস্ক
বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপড়েনের মধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে আপত্তিকর মন্তব্য করলেন ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বাংলাদশে হিন্দুদের ওপর কথিত হামলার অভিযোগ তুলে ভারতীয় বিভিন্ন নেতাদের চলমান আপত্তিকর বিবৃতি ও মন্তব্যের মধ্যে সবশেষ গতকাল শুক্রবার এই মন্তব্য করেন তিনি।
মিডিয়া মতে, বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, শান্তির জন্য যে মানুষটাকে নোবেল দেওয়া হয়েছিল তিনি তার নিজের দেশেই শান্তিশৃঙ্খলা বজায় রাখতে চূড়ান্ত ব্যর্থ। তিনি হাস্যকর নানা বিবৃতিও দিচ্ছেন।
তার মতে, ‘নোবেল পুরস্কার কেড়ে নেওয়া হবে কি না তা নিয়ে আমি মতামত দেওয়ার কেউ না। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি, বাংলাদেশের এই ঘটনার পর এ রকম একটা মানুষকে কেন নোবেল দেওয়া হয়েছিল সেটাই প্রশ্ন। এটা মেনে নেওয়া যায় না।’
উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পর্ক হিমশীতল অবস্থায় উপনীত হয়।
বিশেষত ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর পরিস্থিতি আরো ঘোলাটে হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।