বান্দরবানে বড়দিন উপলক্ষে খ্রিস্টানদের মাঝে উপহার বিতরণ করল সেনা রিজিয়ন

বান্দরবানে বড়দিন উপলক্ষে খ্রিস্টানদের মাঝে উপহার বিতরণ করল সেনা রিজিয়ন

বান্দরবানে বড়দিন উপলক্ষে খ্রিস্টানদের মাঝে উপহার বিতরণ করল সেনা রিজিয়ন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষে বান্দরবানের খ্রিস্টান পল্লীতে উপহার সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর ৬৯ পদাতিক রিজিয়ন ও বান্দরবান রিজিয়ন।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সেনাবাহিনীর বান্দরবান জোন শেডে বড়দিন উৎসব উপলক্ষ্যে এসব আর্থিক উপহার প্রদান করা হয়।

রিজিয়নের পক্ষ থেকে বিভিন্ন গ্রাম- মহল্লায়, খ্রিস্টান ধর্মাবলম্বীদের ক্যাথলিক চার্চে ৬২ জনকে তিন লক্ষ টাকা উপহার প্রদান করেন বান্দরবান রিজিয়নের স্টাফ অফিসার শায়েদ উজ জামান।

এসময় তিনি বলেন, বড়দিন উৎসবের দিনে বিভিন্ন চার্চ গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর পেট্রোলিং টহল থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর। আগামীতেও সকল সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস প্রদান করেন সেনারিজিয়ন।

অনুষ্ঠানে ৬৯ পদাতিক রিজিয়নের ক্যাপ্টেন ইসতিয়াক মোহাম্মদ ইরফান আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।