খাগড়াছড়ির ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহারে সংঘদান অনুষ্ঠান সম্পন্ন

খাগড়াছড়ির ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহারে সংঘদান অনুষ্ঠান সম্পন্ন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের সংঘদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে জেলা সদরের য়ংড বৌদ্ধ বিহার প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বুদ্ধ মূর্তিদান, অষ্ট পরিষ্কার দান, পিন্ডদানসহ নানা আয়োজন ছিল।

খাগড়াছড়ির ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহারে সংঘদান অনুষ্ঠান সম্পন্ন

এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো.আমান হাসান।

এসময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।

খাগড়াছড়ির ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহারে সংঘদান অনুষ্ঠান সম্পন্ন

তিনি পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বৌদ্ধ ভিক্ষুদের সহায়তা চেয়ে বলেন, ‘পাহাড়ের বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ বসবাস। সবাই আমাদের ভাই, সবাই সম্প্রীতি চাই।’

এসময় খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মোঃ জাবির সোবহান মিয়াদ ও য়ংড বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।