রাঙামাটিতে সেনা টহলে ইউপিডিএফের গুলি, পাল্টা গুলিতে সন্ত্রাসী নিহত

নিউজ ডেস্ক
পার্বত্য জেলা রাঙামাটিতে বাংলাদেশ সেনাবাহিনীর টহলরত সদস্যদের ওপর প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চুক্তি বিরোধী আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের সন্ত্রাসীদল কর্তৃক সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এসময় পাল্টা গুলিতে এক সশস্ত্র ইউপিডিএফ সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহত ইউপিডিএফ সন্ত্রাসী এসিং মারমা, রাঙামাটির কাউখালীর বেতবুনিয়া এলাকার বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৭নং লংগদু ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি মেম্বার জগদিশ চাকমা। তিনি জানান, লংগদু উপজেলাধীন কিসিং ছড়া এলাকায় আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটেছে।
নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, ইউপিডিএফ একটি সশস্ত্র সন্ত্রাসী দল ঘটনাস্থলে অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহলদল গেলে তাদের ওপর গুলিবর্ষণ শুরু করে ইউপিডিএফ সন্ত্রাসীরা। এ সময় আত্মরক্ষার্থে টহলরত সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুড়লে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়। এসময় বাকি সন্ত্রাসীরা পালিয়ে যায়।
ঘটনাস্থলে সেনাবাহিনী সদস্যরা তল্লাশি করে ১ টি এ্যাসল্ট রাইফেল (এম-১৬), ২ রাউন্ড এমজি/স্নাইপার এ্যমোনিশন, ৯০ রাউন্ড রাইফেল এ্যমোনিশন, ১ টি ওয়াকি-টকি সেট ও ১২ টি মোবাইল ফোনসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করে।
সেনাবাহিনী জানিয়েছে, পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের সন্ধানে সেনা অভিযান চলমান রয়েছে।
লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। রাঙামাটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারূফ আহামেদ জানিয়েছেন, লংগদু থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, নিহত এসিং মারমা ইউপিডিএফ সশস্ত্র বিভাগের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন। এসিং কাট্টলী, বন্দুকভাঙা এলাকায় চাঁদাবাজি, অপহরণ ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।