সীমান্তে বিজিবির বাধায় বিএসএফের কাঁটাতার নির্মাণ বন্ধ

“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবির বাধার মুখে কাঁটাতারের নির্মাণকাজ বন্ধ করে ফিরে গেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সরুপনগর থানার বিথারি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মাদ্রা সীমান্তের বিপরীতে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ১৫০ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফ। বিষয়টি নজরে আসতেই বিজিবি সদস্যরা দ্রুত প্রতিবাদ জানায় এবং কাজ বন্ধ করিয়ে দেয়।
পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি অস্বীকার করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।