নানিয়ারচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস ও ইউপিডিএফর গোলাগুলি

নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য হেলার নানিয়ারচর উপজেলার মারিচুক মৌন পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস ও প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ২ টার দিকে উভয় পক্ষের মধ্যে ১০-১২ রাউন্ড গুলি বিনিময় হয়, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেএসএস সশস্ত্র গ্রুপের নেতৃত্বে কমাণ্ডার দীপ্ত চাকমা ও ইউপিডিএফ দলের কমাণ্ডার জয় মারমার নেতৃত্বে দুটি সশস্ত্র গ্রুপ মারিচুক মৌন পাহাড় দখলের চেষ্টা চালায়। উভয় পক্ষের সদস্যরা পাহাড়ে অবস্থান নেওয়ার পর গোলাগুলি শুরু হয়। গুলিবিনিময়ের সময় উভয় পক্ষের সদস্য সংখ্যা ছিল প্রায় ৪০ জন। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর আধিপত্য বৃদ্ধি পাচ্ছে। জেএসএস ও ইউপিডিএফ উভয় পক্ষই এই এলাকায় নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. শামসুল আলম বলেন, “এই এলাকায় সেনা ক্যাম্প স্থাপন হলে স্থানীয়রা নিরাপত্তা পেত। এখন আঞ্চলিক গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত বাড়ছে, যা আমাদের জন্য উদ্বেগের কারণ।”
নানিয়ারচর থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আমরা এলাকায় নিরাপত্তা জোরদার করেছি।’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।