এনসিটিবিতে সংঘর্ষের ঘটনায় আটক সাকিবের মুক্তির দাবিতে মানববন্ধন

এনসিটিবিতে সংঘর্ষের ঘটনায় আটক সাকিবের মুক্তির দাবিতে মানববন্ধন

এনসিটিবিতে সংঘর্ষের ঘটনায় আটক সাকিবের মুক্তির দাবিতে মানববন্ধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাবেক সভাপতি মোঃ শাহাদাৎ ফরাজী সাকিব (৩৫)কে গ্রেফতারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র জনতা।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির পক্ষ হতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও ছাত্রনেতা ইব্রাহিম খলিল অপির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ঢাকা মহানগর সভাপতি আবদুল হামিদ রানা, সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ ইখতিয়ার ইমন, প্রভাষক সাইফুল ইসলাম, ছাত্রনেতা রিয়াজুল হাসান প্রমুখ।

এনসিটিবিতে সংঘর্ষের ঘটনায় আটক সাকিবের মুক্তির দাবিতে মানববন্ধন

এসময় আলকাছ আল মামুন ভুঁইয়া বলেন, পার্বত্য চট্টগ্রামকে বিভক্ত করার লক্ষ্যে আদিবাসী শব্দকে সুপরিকল্পিতভাবে পাঠ্য বইয়ে যুক্ত করে একটি পক্ষ। এরই প্রেক্ষিতে সাধারণ ছাত্র-জনতা এনসিটিবি অফিস ঘেরাও কর্মসূচি পালন করে। সাধারণ জনতার এই কর্মসূচিতে উপজাতি সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালায়। সাকিবের নামে পাহাড়ি ছাত্র পরিষদ মিথ্যা মামলা দেয়। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারী শাহাদাত ফরাজি সাকিবকে সেই মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বক্তারা বলেন, আদিবাসী শব্দের অন্তরালে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে জুমল্যান্ড গঠন করার চলমান ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পরিকল্পিতভাবে শাহাদাত ফরাজী সাকিবকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করা হয়েছে। কারণ সাকিব সবসময় বিচ্ছিন্নতাবাদীদের যড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে ও মিডিয়াতে সোচ্চার ছিলেন।

এসময় বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাকিবকে মুক্তি দেয়া না হলে পার্বত্য চট্টগ্রামে হরতাল অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।

গত বুধবার (১২ ফেব্রুয়ারি ২০২৫) রাত আনুমানিক ১১টায় রাজধানীর শ্যামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাকিবকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ডিবি-মতিঝিল বিভাগ।

উল্লেখ্য, নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ সংবলিত একটি চিত্রকর্ম স্থান পেয়েছিল। সেখানে একটি গাছের পাঁচটি পাতায় লেখা ছিল মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও আদিবাসী; পাশে লেখা ছিল ‘পাতা ছেঁড়া নিষেধ’। গত ১২ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ ব্যানারে এনসিটিবি ঘেরাও করার পর রাতে ওই বইয়ের অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয়। তারপর গত ১৫ জানুয়ারি পাঠ্যপুস্তক ভবন ঘেরাওয়ের ঘোষণা দেয় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ নামে আদিবাসী শিক্ষার্থীদের একটি সংগঠন। একইসময়ে ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ও কর্মসূচি ঘোষণা দেয়। পাল্টাপাল্টি কর্মসূচিতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে এই ঘটনার দায়ে ‘সংক্ষিপ্ত আদিবাসী ছাত্র- জনতা’ পক্ষে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর গত ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ রাতে এজাহারনামীয় আসামি আরিফ আল খবির (৩৮) এবং মোঃ আব্বাস (২৪) কে গ্রেফতার করেছিলো মতিঝিল থানা পুলিশ। পরবর্তীতে গত ২৯ জানুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ১২.১০ ঘটিকায় মোঃ হাবিবুর রহমানকে গ্রেফতার করেছিল ডিবি। এ নিয়ে এই মামলায় মোট চারজনকে গ্রেফতার করেছে ডিবি ও মতিঝিল থানা পুলিশ।

অন্যদিকে, স্টুডেন্ট ফর সভরেন্টির পক্ষ থেকে মামলা দায়ের করার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও মতিঝিল থানা পুলিশ তাদের মামলা গ্রহণ করেনি। এরপর সংগঠনটির পক্ষ থেকে আদালতে মামলা করার জন্য আবেদন করলেও আদালত মামলাটি গ্রহণ না করে পুলিশকে তদন্তের নির্দেশ দেয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।